কিংবদন্তি গ্রিনিজের পাশে হোপ
গতকাল ভারতের বিপক্ষে দ্বিতিয় ওয়ানডেতে ক্যারিবীয় ওপেনার শাই হোপ 100 তম ওয়ানডে ম্যাচ খেলেন। এই ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন । আর তাতেই শততম ম্যাচে শতক হাকিয়েই কিংবদন্তি ক্রিকেটারদের কাতারেও নাম লিখিয়ে নিলেন এই ওপেনার ।
এদিন ভারতীয় বোলারদের সামলে 135 বলে 115 রানের ইনিংস খেলেন হোপ। এই ইনিংসের সুবাদে বিশ্বের দশম ও ক্যারিবীয় ক্রিকেটার হিসেবে, নিজের শততম ওয়ানডেতে শতক হাকানোর কীর্তি গড়েন । ক্যারবিয়নদের হয়ে সর্বপ্রথম এমন কীর্তি গড়েন কিংবদন্তি গর্ডন গ্রিনিজ। এছাড়াও ক্রিস গেইল ও সারওয়ানও এই তালিকায় আছিন। এবার সেই তালিকায় নতুন নাম লেখালেন এই ওপেনার।
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে, নিজের শততম ওয়ানডেতে শতক হাকিয়েছিলেন গর্ডন গ্রিনিজ। 1988 সালে এই কীর্তি গড়েছিলেন তিনি। এখন গর্ডন গিনিজ, ক্রিস গেইল ও সারওয়ান এর পাশে জায়গা করে নিলেন শােই হোপ

0 মন্তব্যসমূহ