আলোচনার জন্য ম্যনইউতে রোনালদো!!!




অবশেষে ম্যানইউতে ক্রিশ্চিয়ানো রোনালদো তবে সেটা নিজের  ভবিষ্যত নিয়ে আলোচনার জন্য। রোনালদো ম্যনইউতে থাকতে চায়না সেটা  অনেক পুরনো খবর।


 এর অন্যতম বড় কারন ম্যনইউ এই মৌসমে চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবে না। রোনালদো চায় চ্যাম্পিয়নস লিগ খেলে এমন কোন ক্লাবে যেতে। তবে সেখানেই বাধা ম্যানইউর। তারা রোনালদোকে বিক্রি করতে চায় না। এই বিষয় আলোচনার জন্য ম্যানইউতে পৌছেছেন রোনালদো।