What is airdrop?How to Earn from Airdrop? (এয়ারড্রপ কী? কীভাবে এয়ারড্রপ থেকে আয় করবো?)



👉What is Airdrop?


কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে প্রচারণার জন্য বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকেন। এমনকি এমন অনেক কোম্পানিও দেখা যায় যে, নতুন অবস্থায় তারা সম্পূর্ণ ফ্রিতে গ্রাহকদেরকে তাদের কোম্পানির বিভিন্ন প্রডাক্ট ব্যবহারের জন্য দিয়ে থাকে। যার মূল উদ্দেশ্য থাকে কোম্পানীর পরিচিতি বৃদ্ধি করা। ঠিক একই রকম হচ্ছে এয়ারড্রপ (Airdrop)।

মূলত এয়ারড্রপের মাধ্যমে বিভিন্ন কোম্পানি তাদের নতুন ধরনের কয়েন বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে নিয়ে আসে। যেহেতু কয়েনটি নতুন এবং কয়েনটি সম্পর্কে মানুষ একদমই জানেনা, তাই সেটি সম্পর্কে মানুষকে জানানোর জন্য এবং উক্ত কোম্পানিগুলোর সোশ্যাল মিডিয়াতে অডিয়েন্স বৃদ্ধির জন্য তারা এয়ারড্রপের মাধ্যমে গ্রাহকদেরকে নির্দিষ্ট পরিমাণ নতুন কয়েন বা ক্রিপ্টোকারেন্সিটি ফ্রিতে দিয়ে থাকেন। এতে করে খুবই স্বল্প সময়ের মধ্যেই নতুন টোকেনটি পরিচিতি লাভ করে। আর এই সম্পূর্ণ ব্যাপারটি হচ্ছে এয়ারড্রপ। 

👉Can i Earn from Airdrop??


বর্তমানে বাংলাদেশে অনেক তরুণ- তরুণী রয়েছেন, যারা শুধুমাত্র এয়ারড্রপে কাজ করার মাধ্যমে মাস শেষে 25 থেকে 40 হাজার টাকা পর্যন্ত অনলাইনে আয় করে থাকেন। এক্ষেত্রে ভালো পরিমাণ টাকা আয় করতে হলে অবশ্যই ভালো ভালো এয়ার্ড্রপগুলোতে জয়েন হওয়া জরুরী। যদি আপনার মত একজন স্বাভাবিক মানুষ এয়ারড্রপ থেকে আয় করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? 


👉How can i earn from Airdrop?


আপনি যদি উপরের লেখাগুলো ভালভাবে পড়ে থাকেন, তাহলে এতক্ষণে নিশ্চয়ই এয়ারড্রপ এর কাজ সম্পর্কে অনেকটা আইডিয়া পেয়ে গেছেন। এয়ারড্রপে তেমন কোন কষ্টের কাজ করতে হয় না। তবে কাজের ধরন এয়ারড্রপের প্রজেক্ট অনুযায়ী ভিন্ন রকম হয়ে থাকে। তবে সব ধরনের এয়ারড্রপে জয়েন পদ্ধতি প্রায় একই রকম।


👉How type of work in Airdrop??


এয়ারড্রপে কাজ করার ধরনগুলোর মধ্যে অন্যতম হলো:-
  1. টেলিগ্রাম গ্রুপে জয়েন করা  
  2. টেলিগ্রাম চ্যানেল-এ জয়েন করা 
  3. টুইটারে ফলো করা ও পোস্টে লাইক করা  
  4. ট্যাগ এবং রিটুইট করা  
  5. ইনস্টাগ্রামে ফলো করা 
  6. মিডিয়ামে ফলো করা ইত্যাদি।

👉How type of things ar require for Airdrop??

এয়ারড্রপ এর মাধ্যমে আয় করার জন্য তেমন বেশি কিছু জিনিসের প্রয়োজন নেই আবার অনেক জিনিসের প্রয়োজন আছে। আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই এয়ার্ড্রপ এ কাজ করতে পারবেন। যার মধ্যে অন্যতম হলো:-

  • আপনার নিজস্ব টেলিগ্রাম একাউন্ট শতকরা 99 ভাগ এয়ার্ড্রপ টেলিগ্রাম এর মাধ্যমে শেয়ার করা হয়ে থাকে)
  • ট্রাস্ট ওয়ালেট ( এয়ার্ড্রপ থেকে পেমেন্ট রিসিভ করার জন্য একটি ওয়ালেট এর দরকার পড়বে, প্রায় 90 ভাগেরও বেশি এয়ারড্রপ এর পেমেন্ট ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে গ্রহণ করা যায় বা গ্রহণ করতে হয়)