What is Survey? How to earn from survey In 2022? (সার্ভে কী? কীভাবে সার্ভে থেকে আয় করবো? কীভাবে সার্ভে থেকে আয় করবো?)
👉SURVEY_WORK_FULL_DETAILS
আসুন তাহলে জেনে নেই আসলে
👉এই সার্ভে সাইট কি?
👉এর কাজ কি?
এবং
👉কিভাবে এর থেকে ইনকাম করা যায়?
সার্ভে মানে হলো জরিপ, ইউএস এ কিছু গবেষণা প্রতিষ্ঠান আছে যারা মানুষ থেকে শুরু করে বিভিন্ন খাবার ও পশু পাখি ইত্যাদির উপর জরিপ করে থাকে, শুধু তাই নয়! এই প্রতিষ্ঠান গুলো তাদের প্রতিদিনের চলাফেরা থেকে শুরু করে একটি পরিবার সম্পর্কে অনেক কিছুই বিভিন্ন ভাবে জরিপ নিয়ে থাকে, আর এটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি জরিপ/গবেষণা/মতামত, যা আমাদের কাছে সার্ভে নামে পরিচিত।
আসুন কাজের আগে কিছু সাধারণ বিষয়ে জেনে নেই:
১/প্রশ্ন: এই কাজটা আসলে কি?
👇
উত্তর: এই প্রতিষ্ঠান গুলো অনলাইনে কিছু ফ্রম/নিজের ব্যক্তিগত জীবনের প্রশ্ন/খাবার এমন নানান বিষয়ের কাজ দেয় সেই ফ্রম গুলো পূরণ করলে ওই প্রতিষ্ঠান গুলো এর বিনিময়ে আমাদের কে টাকা দিয়ে থাকে।কাজটা হলো শুধু পজিটিভ দিকে টিক দেওয়া, কাজ করলে বুঝতে পারবেন।
২/প্রশ্ন: এই কাজগুলো কে কে করতে পারবে?
👇
উত্তর: এই কাজগুলো করার জন্য আপনাকে কিছুটা ইংলিশ জানতে হবে বিশেষ কোন শিক্ষার প্রয়োজন নেই।
৩/প্রশ্ন: আমি এই কাজ করতে পারবো কি না?
👇
উত্তর: আপনার যদি ইন্টারনেট সম্পর্কে কিছুটা ধারণা থাকে এবং আপনি যদি
জি - মেইল একাউন্ট খুলতে পারেন তাহলেই হবে।
৪/প্রশ্ন: এই কাজ গুলো কি খুব কঠিন?
👇
উত্তর: আপনি কিছু দিন কাজ করতে থাকলে সার্ভে কাজের পুরোটা বিষয় বুঝতে পারবেন এই কাজ সহজ যদি আপনাকে সঠিক দিক - নির্দেশনা দেওয়া হয়।
৫/প্রশ্ন: এই কাজ করতে কি কি প্রয়োজন?
👇
উত্তর: একটি কম্পিউটার/ল্যাপটপ,একটু ভালো স্প্রিড ইন্টারনেট এবং একটি পেইড ভিপিএস/আইপি।
৬/প্রশ্ন: আমি প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবো?
👇
উত্তর: প্রতিদিন ৩/৪ ঘন্টা কাজ করলে মাসে 80$/$100/150/$200 অর্থাৎ, USD=৬,০০০/৮,০০০/১২,০০০/১৬,০০০ টাকা এর বেশি ইনকাম করা সম্ভব।
৭/প্রশ্ন: এই কাজ কখন করতে হয়?
👇
উত্তর: যেহেতু, আমরা ওদের সব কিছু দিয়ে কাজ করছি সেহেতু, ওদের সময় অনুযায়ী বিকেল ৫ টার পর থেকে মোটামুটি সারা রাত কাজ হয়ে থাকে। এই সময়ের মধ্যে আপনি যখন সময় পান করতে পারেন।
৮/প্রশ্ন: এই সাইটগুলো পেমেন্ট দিতে কোনো ঝামেলা করে কিনা?
👇
উত্তর: ১০০% গ্যারান্টি এই সাইটগুলো পেমেন্ট দেয়।
৯/প্রশ্ন: এই সাইট গুলো কিসের মাধ্যমে পেমেন্ট দেয়?
👇
উত্তর: কিছু কিছু একাউন্ট ইউ.এস.এ এর ১০০% ভেরিফাইড পেপাল একাউন্ট লাগবে, আর বাকি সব গুলো গিফট কার্ডে পেমেন্ট নিতে পারবেন।
👍👍👍
💢WORK_PROCESS💢
যারা সার্ভের কাজ শুরু করতে চান তারা এই পোষ্টটি খুব ভালো করে পড়ে নিন।
*** আপনাদের যাদের***
👉#ল্যাপটপ
বা
👉#কম্পিউটার
#ফোন_দিয়ে_কাজ_করলে_সাপোর্ট_দিতে_সমস্যা_হয়_কিন্তু_ফোন_দিয়েও_করা_যায়।
#আগেই বলে রাখি অবশ্যই ইনভেস্ট করতে হবে।
যারা সার্ভে কাজ করতে চান। অনেকেই যানতে চান সার্ভে করার জন্য কি কি লাগে, কি ভাবে শুরু করবেন সার্ভের কাজ, কোন কোন সার্ভে সাইটে কাজ করা যায়। এই বিষয়ে একটি পোস্ট দিলাম। নতুন পুরাতন সকলের উপকারে আসবে।
#প্রশ্নঃ সার্ভে কি....?
উত্তরঃ সার্ভে একটি ইংরেজি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জরিপ বা মতামত।
#উদাহরণ: আমি আমাদের কোম্পানী হতে জানতে চাচ্ছি বাংলাদেশের ঢাকা সিটিতে মানুষ কখন বেশি ফেইজবুক ব্যবহার করে। এখন আমরা আমাদের ওয়েবসাইট অথবা ফেইজবুক পেইজে এই প্রশ্নটি দিলাম যার উত্তর আমরা সর্বমোট 1000 জনের থেকে নিব। এবং প্রশ্নটি শুধু মাত্র ঢাকা সিটির জন্য।
#সার্ভের_প্রশ্নঃ ফেচবুক কখন বেশি ব্যবহার হয়....?
উত্তরঃ ১। দিনে
২। রাত্রে
এখন আপনার কাজ হচ্ছে এই প্রশ্নটির উত্তর দেওয়া যেটা আপনার মনে হয় বা আপনি করেন।
তাহলে আপনাদের এই 1000 জনের মতামত নিয়ে আমি জানতে পারলাম আমার মোট ফলাফল। আর আপনি যে সময় নিয়ে আমাদের প্রশ্নের উত্তর দিলেন এর জন্য আমাদের কোম্পানি হতে আপনাকে কিছু পে করলো। আপনারা দেখবেন যে, বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে প্রত্রিকা বা ফেইজবুকে এই ধরনের জরিপের পোষ্ট হয়ে থাকে। একই কাজ বাংলাদেশ থেকে না করে যদি ইউ.এস.এ করা হয় তাহলে এর বিনিময়ে তারা একটা পে করে থাকে। এখন আমরা বাংলাদেশ থেকে ইউ.এস.এর হয়ে কাজটি করলেই টাকা আয় করতে পারবো।
এবার আসুন যেনে নেই ইউ.এস.এ সার্ভে করতে আমাদের কি কি লাগবেঃ
1. Usa dedicated IP.
2. Usa real phone number verification.
3. Usa home address/ apartment address with full details of owner name.
আসুন এখন জেনে নেই কোন কোন সার্ভে সাইট নিয়ে কাজ করবোঃ
১। Branded survey
site.
২। Opinion outpost
survey site.
৩। Btcsurvey site.
৪। Prizerebel Survey
site.
৫। Swagbucks Survey
site.
৬। inboxdollars Survey
site.
৭। My point Survey
site.
৮। Qumee Survey site.
৯। Surveyjunkie Survey
site.
১০। Tulona Survey site.
***প্রায় প্রতিটা একাউন্টে ৫$, ১০$ হলেই Redeem/Withdraw করতে পারবেন।
টপ রাঙ্কিং এ থাকা এই রকম আরও অনেক সাইট গুলো ভালো পেমেন্ট দিয়ে থাকে কোন ঝামেলা ছাড়াই। কাজ করতে এগুলো থেকে কয়েকটা বেছে নিলেই হয়।
“একাউন্ট তৈরি করার সময় যে সকল তথ্য দিবেন অবশ্যই তা নোট করে রাখবেন। কারন যে কোন সার্ভে করার শুরুতে এবং শেষে আপানার প্রোফাইলে দেওয়া তথ্য সম্পর্কে ৫-১০ টা প্রশ্ন থাকতে পারে যদি প্রোফাইলের তথ্যের সাথে মিল না পায় তাহলে আপনাকে ডিসকুয়ালিফাই করবে অর্থাৎ, আপনি ওই কাজটির পয়েন্ট পাবেন না। এবং অনেক বেশি ডিসকুয়ালিফাই হতে থাকলে ধীরে ধীরে আপনার একাউন্টে সার্ভে দেওয়া বন্ধ করে দিবে।”
সার্ভে করার সময় তাড়াহুড়া না করে, ভালো করে প্রশ্নটি পড়ে তার পর সম্ভাব্যময়ী উত্তরটি দিবেন। মনে রাখবেন সার্ভে সম্পর্কিত বিষয়টির সাথে উত্তর না মিললে আপনার সম্পন্ন করা সার্ভেটিও তারা রিজেক্ট করে দিতে পারে।
🙏#বিঃদ্রঃ ইনকাম পথ দেখানোর রাস্তা সম্পূর্ণ আমাদের কাজের মানুষিকতার আপনার।
❌#সতর্ক_বার্তা:- হুট করে যে কারো নিকট হতে কিছু ক্রয় বিক্রয় করে প্রতারিত হবেন না সেটা আইপি হোক, ডলার হোক, আর ভিপিএস।
সার্ভে সাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করা,

2 মন্তব্যসমূহ
Useful post
উত্তরমুছুনSo important post
উত্তরমুছুন