Real life story / জীবনের গল্প

বাস্তব জীবন নেয়া একটি গল্প💔

ছোটগল্প

..............

"বিয়ের আগে তুমি আমার জন্য কতোটা পাগল ছিলে, জামিল তোমার মনে আছে?"

রুহীর প্রশ্ন শুনে জামিল মুচকি হাসে। সে একটা বই পড়ছিলো। বইটা খাটে রেখে রুহীর হাত ধরে টেনে সে তার নিজের কাছে নিয়ে আসে, মুখ চলে যায় রুহীর ঠোঁটের কাছে। রুহী হাত দিয়ে জামিলকে বাধা দেয়। জামিল মুচকি হেসে বলে: "তুমি তোমার উত্তর পেয়েছো?"


"না পাইনি, কিছু কী বলেছো?"


"না বলেই যদি অনেককিছু বলা যায় তাহলে কেনোই বা বলবো বলোতো?"


"হেয়ালি রাখো"


"একসময় আমার এ হেয়ালিই তুমি ভালোবাসতে,মনে আছে?"


রুহী কিছুটা আনমনা হয়ে যায়।


জামিল এবার উঠে বসে রুহীর দিকে তাকিয়ে বলে:


রুহী যা চাইলেই পাওয়া যায় না, সে চাওয়ার মাঝেও অনেক সুখ আছে। আমি তখন তোমায় খুব করে চাইতাম, খুব করে চাইতাম তোমাকে সবার আড়ালে একটুখানি কাছে পেতে, পেতাম না, তারপরেও চাইতাম খুব খুব, খুব বেশি চাইতাম। এই চাওয়াটার মাঝে ছিলো ভালোবাসা। 


রুহী মুখ কালো করে বলে: "এখন পাচ্ছো তাই ভালোবাসা নাই?"


জামিলের মুখ এখনো হাসিহাসি। সে বলে:

"থাকবে না কেনো? ভালোবাসার রঙ বদলায় রুহী। এই যেমন আমার অনেককিছুই তোমার এখন আর ভালো লাগে না।"

তারপরে একটু থেমে ফিসফিসিয়ে জামিল বলেঃ "আবার রামিমের অনেককিছুই তোমার এখন ভালো লাগে।"


"কী বললা?" রুহীর চোখেমুখে বিস্ময়।


রুহীর প্রশ্নের জবাব না দিয়ে জামিল তৃপ্তির ঢেঁকুর তুলে মনেমনে বলে: রামিম আর যাইহোক সে তার বন্ধুর বউএর দিকে হাত বাড়াবে না। আমি তাকে হাড়েহাড়ে চিনি। কিন্তু জিনিয়ার কথা তুমি কখনোই জানবে না, জানবে না তার আমি কতোখানি!


রুহী তখন নিজেকে সামলাতে ব্যস্ত। মাথায় তার আকাশ পাতাল চিন্তা! "গত সোমবার দুপুরে রামিম যে তাদের ফ্লাটে এসেছিলো এটা কি জামিল জেনে গেছে!!


Go Back Home