জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে বিভাগ ভিত্তিক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী সংসার বা বিবাহের সম্পর্ক  টিকিয়ে রাখার প্রথম স্থানে রয়েছে ররিশাল বিভাগ।





২৭ জুলাই (বুধবার) ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানের ফলাফল থেকে এ তথ্যা জানানো হয়। এই প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।এছাড়া  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রমুখ।


Earn free from online



এই প্রতিবেদন থেকে জানা যায়, দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।  ৮ কোটি ১৭ লাখ পুরুষ ও ৮ কোটি ৩৩ লাখ নারী। 

বরিশাল বিভাগে ২৭.২০ শতাংশ মানুষ অবিবাহিত।  এবং বিবাহিত মানুষ ৬৬. ৬৬ শতাংশ।  বরিশাল বিভাগে তালাক ০.২৯ শতাংশ। এবং বিবাহ বিচ্ছেদ ০.৩১ শতাংশ।